জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বড় আকারের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সমাবেশকে ঘিরে সংগঠনটি দেশব্যাপী প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করেছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। তবে এবার সমাবেশে থাকবে না কোনো প্রচলিত মিছিল, ব্যানার বা ফেস্টুন। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এসব বহিরঙ্গ উপকরণ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা থাকলেও জাতীয় নাগরিক পার্টির অনুরোধে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। শহীদ মিনারের জন্য পূর্বে অনুমতি থাকলেও ‘উদার গণতান্ত্রিক চেতনা’র জায়গা থেকে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বলে জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগ হতে পারে তা আমরা জানি। কিন্তু ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে ও ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” এ কারণে সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সহানুভূতি কামনা করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব শুক্রবার সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য ছয়টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে:
কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না
প্রত্যেক ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে
জরুরি সেবাদানকারী যান চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ করতে পারবে না
ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিষিদ্ধ
সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে
জুলাই অভ্যুত্থানের পর এটি ছাত্রদলের অন্যতম বড় গণজমায়েত, যেখানে সংগঠনটি রাজনৈতিক শিষ্টাচার এবং জনসচেতনতার বার্তা দিতে চায় বলে জানিয়েছে।
মন্তব্য করুন