ট্রান্সফার মার্কেটে এবারও সক্রিয় ম্যানচেস্টার সিটি। জানুয়ারির উইন্ডোতে একাধিক তারকা দলে টানার পর গ্রীষ্মের শুরুতেও বড় অঙ্কের ব্যয় করেছে ইংলিশ জায়ান্টরা। প্রায় ৩০ কোটি পাউন্ড খরচের তালিকায় সর্বশেষ সংযোজন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। শিরোপাহীন মৌসুমের পর স্কোয়াড নতুন করে সাজাতে মরিয়া পেপ গার্দিওলা।
তবে আলোচনায় সবচেয়ে বেশি জায়গা দখল করেছে তরুণ প্রতিভাদের সাইনিং। জানুয়ারিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিটর রেইস ও আর্জেন্টাইন প্লেমেকার ক্লদিও এচেভেরিকে দলে নেওয়ার পর চলতি মাসে রোজেনবার্গ থেকে ১ কোটি ২৫ লাখ পাউন্ডে ১৮ বছরের নরওয়েজিয়ান মিডফিল্ডার সেভেরে নিয়পানকে পাঁচ বছরের চুক্তিতে ভিড়িয়েছে সিটি।
গার্দিওলার পরিকল্পনা অনুযায়ী, এই তিনজনকেই আগামী মৌসুমে ধারে পাঠানোর সম্ভাবনা বেশি। তবে এচেভেরি গত মৌসুমের শেষ দিকে এফএ কাপ ফাইনালে অভিষেকের সুযোগ পেয়ে মুগ্ধ করেছেন কোচকে।
ক্লাব বিশ্বকাপে আল আইনের বিপক্ষে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলও করেছিলেন তিনি।
যদিও ধারে পাঠানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, তবু রেইস, এচেভেরি ও নিয়পানকে ভবিষ্যতের ভরসা হিসেবে দেখছে সিটি। আগামী কয়েক বছরে তারা ক্লাবের মূল শক্তিতে পরিণত হতে পারে।
মন্তব্য করুন