গাজায় আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এটি শুরু হবে, যা ঘোষণা করেছে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, “চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ের পর গাজায় যুদ্ধবিরতি রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮:৩০ থেকে শুরু হবে।” তিনি গাজাবাসীদের সতর্ক করে বলেন, “বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।”
গাজায় গত ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরাইল এবং হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি বুধবার (১৫ জানুয়ারি) এই ঘোষণা দেন। এরপর, শনিবার (১৮ জানুয়ারি) ইসরাইলি মন্ত্রিসভা জিম্মি ও বন্দী বিনিময় চুক্তি অনুমোদন করেছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ছয় ঘণ্টার বৈঠকের পর ইসরাইল সরকার যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি অনুমোদন করেছে। এর ফলে, রোববার থেকে চুক্তি কার্যকর হওয়া নিশ্চিত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কিছু কট্টরপন্থি নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করলেও, নেতানিয়াহুর সরকার ২৪ জন মন্ত্রীর সমর্থন পেয়েছে। অন্যদিকে, আটজন মন্ত্রী এই চুক্তির বিরোধিতা করেছেন।
বন্দি বিনিময় প্রসঙ্গে, ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টার আগে কোন বন্দিকে মুক্তি দেওয়া হবে না। প্রথম পর্যায়ে, ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে।
ইসরাইলের বিচার মন্ত্রণালয় জানায়, এই বন্দিরা বর্তমানে কারাগার পরিষেবার হেফাজতে রয়েছেন এবং তাদের মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন