নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি ম্যানহোল থেকে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নারীটির অন্তর্ধানের বিষয়টি প্রথমে পরিবার ও প্রতিবেশীদের নজরে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে অবশেষে ওই ম্যানহোলে তার দেহ খুঁজে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে অন্ধকার থাকায় বা অন্য কোনো কারণে তিনি ম্যানহোলে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং সময়মতো সাহায্য না পেয়ে মৃত্যু হয়। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের পরই বিস্তারিত প্রকাশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও স্বজনরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ম্যানহোল ও অন্যান্য বিপজ্জনক স্থান যথাযথভাবে সুরক্ষিত রাখার দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনাস্থলটি এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে। নিহত নারীর পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষায় রয়েছেন আত্মীয়রা।
মন্তব্য করুন