ফাকল পুলিশ লাইন্স স্কুলে সবুজ সেবার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার
“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো” — এই স্লোগানকে ধারণ করে পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে “সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ”।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ জুলাই) লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, সাব্বির আহমেদ লাভলু, রোকন আহমেদ ও পরিমল বর্মন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সবুজ সেবা সংগঠনের সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি অনুষ্ঠিত হয় “পরিবেশ ও জলবায়ু নিয়ে সচেতনতা সৃষ্টি” শীর্ষক সেমিনার। পাশাপাশি আয়োজন করা হয় একটি পরিবেশবান্ধব কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শহীদ স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাটের ১২ শহীদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূলমন্ত্র— “আমরা স্বপ্ন দেখি, কোনো একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।”
মন্তব্য করুন