বেশ কয়েকটি গণমাধ্যমের খবর– অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি। ইতোমধ্যে ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার তাতে সাড়া দিয়েছেন বলেও জানা গেছে। দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রায় একই সুরে বলেছিলেন– দু’পক্ষের মধ্যে আলোচনা ও চুক্তি প্রায় পাকাপাকির দ্বারপ্রান্তে। কিন্তু মায়ামির কোচ ও অ্যাতলেটিকোর সভাপতির মন্তব্য বলছে ভিন্ন কথা!
স্প্যানিশ ‘রেডিও ন্যাশনাল ডি এস্পানা’র (আরএনই) বরাতে প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যেখানে অ্যাতলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিক কেরেজো ডি পলের দলবদল নিয়ে বলেছেন, ‘সবকিছুই অনুমান নির্ভর। একটি বিষয়ে যে কথাই বলা হোক না কেন, সেটি সঠিক হতেও পারে আবার নাও পারে। এই মুহূর্তে আমরা এমন কিছু জানি না।’
অবশ্য ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো ঠিক একইসুরে না বললেও, তিনিও ডি পলকে দলে টানার বিষয়ে রহস্য রেখে দিয়েছেন। ডি পলের জাতীয় দলের সাবেক এই সতীর্থ জানান, ‘সে বিশ্বসেরা খেলোয়াড় এবং বিশ্বচ্যাম্পিয়ন। যদি তার এখানে আসার কোনো সম্ভাবনা তৈরি হয়, আমরা অবশ্যই তাকে স্বাগত জানাব। কারণ নিশ্চিতভাবেই সে হবে আমাদের দলের জন্য অনেক বড় সহায়ক একজন। অবশ্যই এ নিয়ে কথা উঠেছে, তবে কিছুই এখনও আনুষ্ঠানিক নয়।’
অ্যাতলেটিকো ও মায়ামির দুই প্রতিনিধির বক্তব্য অবশ্য ডি পলের দলবদলের গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেয় না। বরং আনুষ্ঠানিক চুক্তি ও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সম্ভবত সেভাবে প্রকাশ করছেন না তারা। এর আগে এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছিল, আর্জেন্টাইন মিডফিল্ডার স্বল্প সময়ের চুক্তিতে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই অ্যাতলেটিকোর সঙ্গে দর কষাকষি করতে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে উড়ে যান। সংবাদ সংস্থা এপি’র তথ্যমতে– এই মাসের শেষদিকে মায়ামির জার্সি গায়ে জড়াতে পারেন ডি পল। যদিও তার ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ও চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত।
ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যা সর্বশেষ ক্লাব বিশ্বকাপ ও মেজর লিগ সকারে অভাববোধ করেছে ফ্লোরিডার ক্লাবটি। তবে ২০২৬ সালের জুন পর্যন্ত ডি পলের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। কথা পাকাপোক্ত হলে এক বছর বাকি থাকতেই তিনি মাদ্রিদের ক্লাব ছাড়বেন। ২০২১ সাল থেকে অ্যাতলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর থেকে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হন। ডি পল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।
অন্যদিকে, মেসি ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব এবং লিগের চেহারাও বদলে যায়। রাতারাতি লিগের জনপ্রিয়তা, ক্লাবের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রিতে ব্যাপক চাহিদা তৈরি হয়। ইতোমধ্যে মেসির ছোঁয়ায় গত মৌসুমের সাপোর্টার্স শিল্ডসহ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। এমনকি এবার প্রথমবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও খেলেছে, উঠেছিল নকআউট পর্বেও। শেষ পর্যন্ত ডি পলের সঙ্গে মায়ামির চুক্তি সই হলে মেসি আরও একজন কাছের কাউকে দলে পাবেন। আগে থেকেই তিনি ৩৭ বছর বয়সী সার্জিও বুসকেটস, ৩৮ বছরের লুইস সুয়ারেজ ও ৩৬ বছরের জর্দি আলবার সঙ্গে বার্সেলোনার পর এমএলএসেও দারুণ রসায়ন তৈরি করেছেন।
মন্তব্য করুন