কিশোরগঞ্জে জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মিছিল গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
‘জুলাই দ্রোহ’ শীর্ষক এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া এবং গুরুদয়াল কলেজ শাখার নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাসান আল মামুন বলেন, “জুলাই সনদ ও গণহত্যার বিচার কেবল অতীতের দায়মুক্তি নয়, এটি গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার অপরিহার্য পদক্ষেপ। অবিলম্বে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। অথচ বর্তমানে শিক্ষাঙ্গনে চাঁদাবাজি ও সন্ত্রাসের কালো ছায়া ফিরে আসছে—এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
দেশপ্রেমের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমাদের শিকড় এই বাংলাদেশের মাটিতেই প্রোথিত। বিভ্রান্তির কোনো স্থান এখানে নেই।”
তিনি আরও বলেন, “অপরাধ করে দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ছাত্রশিবিরের এই কর্মসূচি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন