গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আশাবাদী ছিল ভারতের ক্রিকেট সমর্থকরা। সাদা বলের ক্রিকেটে দারুণ সাফল্যও এসেছে, যেমন চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তবে টেস্ট ফরম্যাটে ভারতের পারফরম্যান্স উদ্বেগজনক, আর সেই ব্যর্থতায় বাড়ছে গম্ভীরের ওপর চাপ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে টানা সিরিজ হারের পর ইংল্যান্ড সফর শুরু করলো আরও এক হারের মাধ্যমে। হেডিংলেতে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল হেরে গেল ৫ উইকেটে। এরপর সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া মনে করছেন, এখনই গম্ভীরের ফলাফল দিতে না পারলে চাপ আরও বাড়বে।
অস্ট্রেলিয়া সিরিজ হারের পর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে নতুন চেহারার ভারত দল গিয়েছে ইংল্যান্ড সফরে। তরুণ অধিনায়ক হিসেবে গিল দায়িত্ব নিয়েছেন ঠিকই, তবে সফরের শুরুটা হয়েছে বাজেভাবে। চোপড়া অবশ্য গিলের ওপর এখনই দোষ চাপাচ্ছেন না, বরং গম্ভীরের ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “ভারতীয় ক্রিকেটের নীতি হচ্ছে, ভালো করলে সবাই গর্ব করে, খারাপ করলে সমালোচনা আসবেই। আমি এখনই গিলকে দোষ দেব না, কারণ সে তো নতুন অধিনায়ক। ওর সময় লাগবে। তবে গম্ভীরের ওপর প্রচণ্ড চাপ রয়েছে।”
হিসাব বলছে, গম্ভীরের অধীনে গত ৯ টেস্টে ভারতের জয় মাত্র একটিতে। নিউজিল্যান্ডের কাছে ৩-০, অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ও ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হার। সব মিলিয়ে দারুণ ব্যাকফুটে কোচ গম্ভীর। একমাত্র সিরিজ জয়টা ছিল গত বছর বাংলাদেশের বিপক্ষে।
চোপড়া আরও বলেন, “গম্ভীর যেটা চেয়েছেন, বিসিসিআই সেটা সরবরাহ করেছে। যেই খেলোয়াড় চেয়েছেন, সেই খেলোয়াড়ই দলে জায়গা পেয়েছেন। তাহলে ফলাফলও তো দিতে হবে, বলার কিছু নেই। হোয়াইট বল ক্রিকেটে পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু টেস্টে তো প্রশ্ন উঠবেই।”
“এই সিরিজটা যদি ভালো না যায়, আল্লাহ না করুন, আমি চাই ভারত ভালো করুক। কিন্তু যদি না যায়, তাহলে প্রশ্ন উঠবেই। টিম ম্যানেজমেন্ট যেটা চাইছে, সেটা তো দেওয়া হচ্ছে। তাহলে ফলাফল দিতে না পারলে কোনো অজুহাত চলবে না,” মন্তব্য করেন আকাশ চোপড়া। চলমান ইংল্যান্ড সিরিজ যে গম্ভীর ও ভারতের জন্য একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পরের টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে সমালোচনা আরও তীব্র হবে, এটা এখন প্রায় নিশ্চিত।
মন্তব্য করুন