রংপুর, ১৩ মে ২০২৫: রংপুরের কাউনিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাউনিয়া উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬), তার চাচি রুবি বেগম (৩২) এবং দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। আহত ব্যক্তি হলেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর রহমান জানান, সকালে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে তার ভাতিজি স্নেহা, স্ত্রী রুবি ও শিশু সন্তান রহমতকে নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি প্রথমে স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে পরে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
মীরবাগ বেইলি ব্রিজ পার হয়ে কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত আশরাফুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনার স্থানে পৌঁছালে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ দুর্ঘটনায় জড়িত বাস চালককে আটক করে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন