নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের জন্য দল ঘোষণা করেছিল। অধিনায়ক নির্ধারণ বাকি ছিল। অবশেষে সেই বিষয়টিও চূড়ান্ত হলো।
সিলেটে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ মিজানুর রহমান বলেন, “অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত—নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। আমরা দেশের প্রতিনিধিত্ব করছি, তাই অবশ্যই চাইবো দেশের জন্য ভালো ক্রিকেট খেলতে এবং নিজেদের এগিয়ে নিতে।”
তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ নিয়ে সাজানো এই সিরিজে আগামীকাল, ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় ওয়ানডে ৭ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং শেষ ওয়ানডে ১০ মে হবে সিলেটের আউটার স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১৪ মে থেকে শুরু হবে প্রথম চারদিনের টেস্ট, যা অনুষ্ঠিত হবে সিলেটেই। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ২১ মে, ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
মন্তব্য করুন