প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। এ সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট এই আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।
মন্তব্য করুন