তাকে হারানো যেন মেনে নেওয়া যাচ্ছিল না কারও পক্ষেই। বোমা বিস্ফোরণে ‘মৃত্যুবরণ’ করলেও দর্শকদের ভালোবাসায় আবার ফিরে এলেন সিআইডির এসিপি প্রদ্যুমান—অর্থাৎ অভিনেতা শিবাজী সাতম।
সম্প্রতি সিআইডির এক পর্বে বার্বোজাকে ধরতে গিয়ে বিস্ফোরণে এসিপির মৃত্যু দেখানো হয়। শিবাজী সাতম অভিনীত এই চরিত্রের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ঝড় উঠে যায়। এমনকি সনি টিভিও তাকে ‘ট্রিবিউট’ জানিয়ে পোস্ট করেছিল:
“একটি যুগের পরিসমাপ্তি। এসিপি প্রদ্যুমান (১৯৯৮–২০২৫)”
তবে দর্শকরা তাতে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন—কারণ এই চরিত্র কেবল একজন অফিসার নয়, তাদের কাছে একটা আবেগ, এক যুগান্তকারী স্মৃতি।
এরই মধ্যে ধারাবাহিকে নতুন এসিপি আয়ুষ্মান চরিত্রে যোগ দেন অভিনেতা পার্থ সামথান। যদিও তিনি উচ্ছ্বাসে বলেন, “সিআইডিতে কাজ করতে পারা আমার স্বপ্নপূরণ”, তবু পুরনো ভক্তরা তাতে তুষ্ট ছিলেন না।
দর্শকদের প্রবল আবেদনের জবাবে, অবশেষে শিবাজী সাতম ফিরেছেন। পার্থ সামথান ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি BTS ভিডিও—যেখানে দেখা যায়, তিনি ও শিবাজী একসঙ্গে শুট করছেন।
শিবাজী নিজেই ইনস্টাগ্রামে তার সেই আইকনিক সংলাপ লিখে জানান দিয়েছেন প্রত্যাবর্তনের খবর:
“কুছ তো গড়বড় হ্যায়!”
দুই এসিপি এখন একসঙ্গে। একদিকে ফিরেছে পুরোনো আবেগ, অন্যদিকে এসেছে নতুন রক্ত। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে—এসিপি প্রদ্যুমান ও আয়ুষ্মানের জুটি কেমন রহস্য উন্মোচন করে।
মন্তব্য করুন