রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আজ (শনিবার, ৫ এপ্রিল) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির শনিবার সকাল ৯টায় এই পূর্বাভাস দেন।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এছাড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
রোববার (৬ এপ্রিল): ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৭ এপ্রিল): সিলেট বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার ও বুধবার (৮ ও ৯ এপ্রিল): সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের শুরুতে দেশের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন