RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের চুক্তি থেকে তাদের বের হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদসদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, অর্থদাতা হিসেবে প্যারিস চুক্তি থেকে নিজেকে করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৭ জানুয়ারি এ বিষয়টি তারা মহাসচিবকে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির ২৮ ধারার অনুচ্ছেদ ২ অনুসারে আগামী বছর তথা ২০২৬ সালের ২৭ জানুয়ারি থেকে এ বিষয়টি কার্যকর হবে। এ সময় মূত্রপাত্র বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমিত রাখতে পদক্ষেপ গ্রহণ ও চুক্তির প্রতি জাতিসংঘের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার আদেশে সই করেছেন। তার আগে, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন।

২০১৫ সালে প্যারিসে বিশ্বজুড়ে প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে একত্র হয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।এর মূল উদ্দেশ্য ছিল: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এমন মাত্রায় কমানো, যা প্রকৃতি শোষণ করতে সক্ষম। নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান।

বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তি কার্যকর না হলে পৃথিবী মারাত্মক জলবায়ু বিপর্যয়ের মুখে পড়বে।

ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি ত্যাগের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি। এটি আমাদের শিল্পক্ষেত্র এবং কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে।

তবে জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ কার্বন নিঃসরণকারী একটি দেশের এই চুক্তি থেকে বেরিয়ে আসা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় বড় ধাক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

শুক্রবার মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

“আমার সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ ছিল ফ্যামিলি ফ্রেন্ডলি”: নাদিয়া মিম

বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সি ইয়ামাল

ঢাকার সব থানার সামনে বিকেলে মানববন্ধন এনসিপির

ঐতিহাসিক জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রের আপিল শুনা শুরু

ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি আজ

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ

১০

সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর রাইডার্স

১১

গোপালগঞ্জে হামলা নিয়ে ট্রল: ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল দিনাজপুর, এএসপি মোশফেক প্রত্যাহার

১২

সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১৩

রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

১৪

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

১৫

শহীদ আবু সাঈদের কবরে ফুলেল শ্রদ্ধা জানাল ছাত্রদল

১৬

রংপুরে শ্রদ্ধা ও কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’

১৭

জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকারের দাবিতে ছাত্রশিবিরের মিছিল

১৮

ম্যানইউতে যাবেন বিশ্বকাপজয়ী মার্তিনেজ!

১৯

আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা থিয়াগো আলমাদা

২০