স্পোর্টস ডেস্ক 

নভেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার জন্য জন্য মনোনীত হয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনারের সঙ্গে মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আরও আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।
তাইজুল ইসলাম (বাংলাদেশ)
ঘরের মাঠে বাংলাদেশের নির্ভরতার নাম বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
পুরো সিরিজে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার নিখুঁত লাইন-লেন্থ, টাইট বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙার ক্ষমতা পুরো সিরিজেই আয়ারল্যান্ড ব্যাটারদের চাপে রেখেছে। এ কারণে তিনিও সিরিজসেরা নির্বাচিত হন। এবার মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি।

সাইমন হার্মার (দক্ষিণ আফ্রিকা)
ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকার মূল ভরসা ছিলেন অভিজ্ঞ অফ স্পিনার সাইমন হার্মার। ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে প্রোটিয়ারা, আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন হার্মার।
কলকাতা ও গুয়াহাটিতে দুই টেস্ট মিলিয়ে ৮.৯৪ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। প্রথম টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট, আর দ্বিতীয় টেস্টে আরও ৯টি, যার মধ্যে ছিল জাদুকরী ৬/৩৭ যা ভারতের বিপক্ষে ৪০৮ রানের বিশাল জয় এনে সিরিজ নিশ্চিত করে দেয়। সিরিজজুড়ে তার দাপুটে পারফরম্যান্সেই তিনি জিতেছেন সিরিজসেরা পুরস্কার।
মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। ওয়ানডেতে ১০৪ রান করেছেন ৫২ গড়ে, স্ট্রাইক রেট ১১৪-এর ওপরে। সঙ্গে পেয়েছেন ৪ উইকেট। টি–টোয়েন্টিতেও ছিলেন সমান কার্যকর। ৫২ রান আর ১১ উইকেট নিয়েছেন মাত্র ১২.৭২ গড়ে। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ম্যাচজেতানো ৩–১৭ পাকিস্তানকে শিরোপা এনে দেয় এবং নওয়াজ জেতেন সিরিজসেরা পুরস্কার।
মন্তব্য করুন