আরসিটিভি ডেস্ক 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতি নিতে হবে। এটা সাধারণ নির্বাচন নয়; গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ নির্দেশ দেন তিনি।
গণঅভ্যুত্থান–পরবর্তী এই ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়ন পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লক্ষ্য ছিল পক্ষপাতিত্বের কোনো সুযোগ যেন না থাকে। দায়িত্ব নিজের ওপর ছাড়লে অনেক সময় চেষ্টার পরও পক্ষপাত ঢুকে যায়।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে ধাত্রীর ভূমিকা পালন করতে হবে। কাপুরুষের মতো নয়; শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে।
মন্তব্য করুন