স্পোর্টস ডেস্ক 

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ৯ গোলের এক ম্যাচ উপহার দিল ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যাম। যেখানে আর্লিং হলান্ডের রেকর্ডের রাতে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের ১৭ মিনিটে গোল করে সিটিকে লিড এনে দেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড। এই গোলের মাধ্যমেই প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের মালিক বনে যান তিনি। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে তিনি ভেঙে দিয়েছেন অ্যালান শেয়ারারের ৩০ বছরের পুরনো রেকর্ড (১২৪ ম্যাচ)। তিনি লিগের ইতিহাসে ৩৫তম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরি করলেন।
হলান্ডের পর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিজানি রেইন্ডার্স। প্রথমার্ধের শেষদিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ফিল ফোডেনের জোড়া গোলে চালকের আসনে বসে সিটি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফুলহ্যামের এমিল স্মিথ রো এক গোল শোধ করে।
৫৪ মিনিটে সান্ডার বার্গের আত্মঘাতী গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি। তখন মনে হচ্ছিল ব্যবধান আরও বড় হবে। কিন্তু ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরই যেন ঘুম ভাঙে ফুলহ্যামের। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে গোল করেন অ্যালেক্স আইওবি। এরপর শুরু হয় বদলি নামা স্যামুয়েল চুকউয়েজের শো। ৭২ ও ৭৮ মিনিটে সিটির রক্ষণের ভুলে দুটি গোল আদায় করে স্কোরলাইন ৫-৪ করে ফেলেন তিনি। শেষ ১২ মিনিট সমতা ফেরানোর প্রাণপণ চেষ্টা করেও আর জালের দেখা পায়নি ফুলহ্যাম।
এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র ২ পয়েন্টের। বুধবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে গানাররা।
মন্তব্য করুন