লালমনিরহাট প্রতিনিধি 

শাকসবজি চাষে উৎসাহ প্রদান এবং শীতকালে পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স লালমনিরহাট সদর শাখার উদ্যোগে বিনামূল্যে ব্রাকের নিজস্ব উৎপাদিত শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর, সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শাখা অফিসের হলরুমে বীজ বপনের নিয়মাবলি ও সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর সদর উপজেলার মোট ৫২ জন গ্রাহকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়।
এসময় গ্রাহকদের মধ্যে মূলা, বেগুন, টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, মিষ্টিকুমড়া, লালশাক, লাউসহ বিভিন্ন জাতের বীজ বিনামূল্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আকরামুল হক, শাখা ব্যবস্থাপক মো. হাফিজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোছা. ছাবিনা ইয়াসমিনসহ ব্র্যাক লালমনিরহাটে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন