RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন

ঢাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘Honda Futsal League 2025’

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) আয়োজিত Honda Futsal League (HFL) 2025–এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৯ নভেম্ব) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (BCFCC)–এর কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে।

কিক-অফ সেশনের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শুরু হয়েছে খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের অনুপ্রেরণামূলক যাত্রা। অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা প্রেরণ করা হয়। বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিল জাতীয় দলের জার্সি।

এ ছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী ৩২টি দলের লোগো উন্মোচন ও টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

হোন্ডার স্পোর্টস চ্যালেঞ্জের তিন মূল বার্তা—Joy (Enjoying Challenges), Growth (Growing Challenges) এবং Connected (Connecting Challenges)—কে কেন্দ্র করে এবারের আয়োজন সাজানো হয়েছে। তরুণদের খেলাধুলায় যুক্ত করতে পুরো পরিকল্পনাই নির্মিত হয়েছে এই চেতনার ভিত্তিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ মুহূর্তে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পাঠানো নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সিটি তাঁর হাতে তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান।

দেশে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এবং আন্তর্জাতিক মানের ফুটবলে তরুণদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। আয়োজকদের প্রত্যাশা, জাতীয় দলের অধিনায়কের হাতে নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া—বাংলাদেশের ফুটবলে নতুন উদ্দীপনা যোগ করবে।

অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর প্রতিনিধি অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ দেশের ফুটবল প্রেমীদের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এ ছাড়া হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সদস্য, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, BHL–এর কর্মকর্তাসহ অসংখ্য ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থক অংশ নেন।

বক্তব্যে প্রধান অতিথি জামাল ভূঁইয়া বলেন, “এতো প্রাণবন্ত আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে সম্মানিত করেছে। দেশের তরুণদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, “গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। Honda Futsal League মোটরসাইকেল ও ফুটবলের সম্মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের এক অনন্য উদযাপন।”

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, “এ আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের।”

বাংলাদেশ হোন্ডার পক্ষ থেকে জানানো হয়, “তরুণদের খেলাধুলায়, বিশেষ করে ফুটবলে অংশগ্রহণ বাড়ানোই এই আয়োজনের প্রধান লক্ষ্য।”
হোন্ডা ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি মোটরসাইকেল শিল্পকে শক্তিশালী করা এবং তরুণদের উন্নয়ন, সম্পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধিতে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাইজুল , সঙ্গে আরও যারা

ফরিদপুরে বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৪

খাবার না পেয়ে মারা গেল ৬০ হাজার পেঙ্গুইন

২০২৬ বিপিএলে কোন দলের অধিনায়ক কে, যা জানা গেল

লালমনিরহাটে অসহায় চার শিশুর দায়িত্ব নিলেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে মির্জা পরিবারের দানে গড়ে উঠছে এতিম শিশু ও নারীর ক্ষমতায়ন কেন্দ্র 

আইএল টি–টোয়েন্টি খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

শীতের তীব্রতায় কাপছে উত্তরের জনপথ

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

১০

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

১১

গাইবান্ধায় জেলা এনসিপির কার্যালয়ে তালা

১২

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও নাগালের বাইরে শীতের সবজি

১৩

বিশ্ব বাজারে আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৪

কালীগঞ্জের মাঠ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

আবারও অস্থির পেঁয়াজের বাজারবেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে

১৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

১৭

ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে

১৮

বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাবেন ডা. জুবাইদা

১৯

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

২০