বেরোবি প্রতিনিধি 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় এসব কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামানিক।
সহকারী প্রক্টর শামিম হোসেনের বিরুদ্ধে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান (মনজু) কে এবং ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগীরা অডিও রেকর্ড ও স্ক্রিনশটসহ একাধিক প্রমাণ জমা দিয়েছেন।
এদিকে প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের কাউকেই এখন পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়নি। সহকারী প্রক্টরের দায়িত্বে বহাল রয়েছেন শিক্ষক শামিম হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক বলেন, তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার (২ নভেম্বর ) বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তর বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন দুই নারী শিক্ষার্থী।
মন্তব্য করুন