কুড়িগ্রাম প্রতিনিধি                                    

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলের একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের মনোনয়নও প্রকাশ করা হয়।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম।
আর কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুর রহমান।
এদিকে, মনোনয়ন ঘোষণার পর থেকেই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনীত প্রার্থীদের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে ‘পরিবর্তনের সূচনা’ হিসেবে দেখছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীরা এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন