লালমনিরহাট প্রতিনিধি 

সোমবার সকালে লালমনিরহাট সদর থানা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এসময় লালমনিরহাট সদর থানা প্রাঙ্গণে একটি চৌকস পুলিশ দল ডিআইজি আমিনুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্র-গুলি এবং থানা কম্পাউন্ড সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি লালমনিরহাট সদর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক (এ-সার্কেল), অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ডিআইও-১, ডিএসবিসহ লালমনিরহাট থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
মন্তব্য করুন