লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধা হাটে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও হাটের জায়গা দখলের অভিযোগে ১৬০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীরা অনুরোধ জানালে মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হয়। পরে তারা স্বেচ্ছায় স্থাপনা ও মালামাল সরিয়ে নেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, এবং সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আরিফুল ইসলাম।
এসময় হাতীবান্ধা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রন্টি পোদ্দার বলেন,
“হাটের জায়গা বে-দখল হয়ে আছে এবং সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে প্রকৃত ব্যবসায়ীদের ঘর বরাদ্দ দেওয়া হবে।
মন্তব্য করুন