RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১০, আহত আড়াই শতাধিক

ছবিঃ সংগৃহীত

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছে সোমবার ভোরে একটি শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৯ মিনিটে সংঘটিত হয়। উৎপত্তিস্থল ছিল ২৮ কিলোমিটার (১৭.৪ মাইল) গভীরে এবং মাজার-ই-শরিফের আশেপাশে— যার জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৩ হাজার।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে বালখ ও সমানগান প্রদেশের বিভিন্ন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, “সামরিক উদ্ধার ও জরুরি সহায়তা দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান, আহতদের স্থানান্তর ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান শুরু করেছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফত জামান বলেন, “উদ্ধার দলগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যেই এলাকায় পৌঁছেছেন এবং আশপাশের হাসপাতালগুলোকে জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে।”

USGS তাদের PAGER সিস্টেমে কমলা সতর্কতা (orange alert) জারি করেছে, যা নির্দেশ করে যে, ‘উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’

এই ধরনের সতর্কতা সাধারণত আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন করে থাকে।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি যায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক পবিত্র নীল মসজিদ (ব্লু মসজিদ) আংশিকভাবে ধ্বংস হয়েছে। তিনি বলেন, “এটি আমাদের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে এক বড় ক্ষতি।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ উদ্ধার তৎপরতার ভিডিও এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চিত্র প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করতে দেখা যায়। তবে রয়টার্স জানিয়েছে, এই ভিডিও ও ছবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভূতাত্ত্বিকভাবে আফগানিস্তান দুটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত, যা যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। চলতি বছরের আগস্টের শেষ দিকে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ভূমিকম্প ও আফটারশকে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন হেড

লালমনিরহাট সদর থানা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম

হাতীবান্ধা হাটে উচ্ছেদ অভিযানে ১৬০ দোকান গুড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে অবস্থান জানাল ইরান

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজা জব্দ

৬১ হাজার টন গম নিয়ে দেশে এলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ

বেরোবি: দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, এক শিক্ষককে ক্লাস পরীক্ষা থেকে অব্যহতি 

কু‌ড়িগ্রা‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেল মীম উচ্চ শিক্ষায় বাঁধা অর্থকষ্ট

৬১ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

১০

ইউক্রেনকে আর টমাহক ক্ষেপণাস্ত্র দিতে আগ্রহী নন: ট্রাম্প

১১

আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে: ট্রাম্প

১২

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

১৩

এআই প্রযুক্তি নিয়ে ব্যাপক চাপে পড়েছে মেটা

১৪

অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

১৫

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১০, আহত আড়াই শতাধিক

১৬

কেন চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে, কারণ জানাল বিসিবি

১৭

যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

১৮

ব্রেকআপের পরই স্বরূপে ইয়ামাল, কাটালেন খরা

১৯

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

২০