স্পোর্টস ডেস্ক 

আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর থেকে টেস্ট দলের নতুন অধিনায়ক নিয়োগ নিয়ে বিসিবির ভেতরে আলোচনা চলছিল।
ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের ওপর নেতৃত্বের বাড়তি চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছে বোর্ড। ফলে টেস্টে নতুন অধিনায়ক বেছে নিতে হয় বিসিবিকে।
শেষ পর্যন্ত চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের রাতেই বোর্ড কর্মকর্তারা নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলেন। জানা গেছে, আলোচনার পর শান্ত নেতৃত্বে ফেরার বিষয়ে ইতিবাচক মত দেন এবং বিসিবিকেও আশ্বস্ত করেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে টি–টোয়েন্টি সিরিজের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়ে এ বিষয়ে বৈঠক করেন। সেখানেই টেস্ট দলের নেতৃত্বে শান্তর নাম চূড়ান্ত হয়।
প্রথমে শান্ত নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক ছিলেন, তবে পরবর্তীতে সম্মতি দিয়েছেন। তাকে রাজি করানোর দায়িত্ব ছিল বোর্ডের একজন সাবেক ক্রিকেটারের ওপর, যিনি বর্তমানে পরিচালক হিসেবেও কাজ করছেন।
শান্ত দায়িত্ব ছাড়ার পর থেকেই নতুন টেস্ট অধিনায়কের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ধারণা করা হচ্ছিল ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হবে। তবে মিরাজের চেয়ে লিটন দাস এগিয়ে ছিলেন।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সেই ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসকে টেস্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের (বিসিবির) পক্ষ থেকে এখনও কিছু (সিদ্ধান্ত বা আলোচনা) আসেনি।’
শান্তর নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সময়ের জন্য টেস্ট খেলবে বলে ধারণা করা হচ্ছে। নতুন অধিনায়ক ঘোষণা এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
মন্তব্য করুন