রাজশাহী ব্যুরো 

রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকদের ৬ দফা দাবিতে কর্মবিরতি
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে ২২ হাজার ৫০০ টাকা বেতনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রায় আড়াই হাজার দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রর্দশন করে শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করেন এবং আলোচনার উদ্যোগ নেন।
এসময় শ্রমিকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবে। কারণ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তাদের দৈনদিনের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অচিরেই এই সংকট উত্তরণের দাবি জানান। তাদের নায্য বেতন প্রদানের আহ্বান জানান। শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- দৈনিক মজুরির কর্মচারিদের চাকরি স্থায়ী করা, উৎসব ভাতা প্রদান, প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন প্রদান, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা এবং অবসরের সময় বিদায় সম্মান প্রদানের ব্যবস্থা করতে হবে।
মন্তব্য করুন