RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মেসি

ছবিঃ সংগৃহীত

আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার আশা করছেন লিওনেল মেসি। যদিও তিনি জানালেন, সিদ্ধান্ত নেওয়ার আগে শরীরের অবস্থা কেমন থাকে, সেটাই হবে চূড়ান্ত নির্ধারক।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া এক অসাধারণ বিষয়, এবং আমি অবশ্যই খেলতে চাই। তবে বয়সও একটা বড় বিষয়, আগামী জুনে আমার বয়স হবে ৩৯।

মেসি আরও বলেন, “আমি সেখানে থাকতে চাই, ভালোভাবে প্রস্তুত থাকতে চাই এবং যদি খেলি, তাহলে দলকে সাহায্য করার মতো অবস্থায় থাকতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম শুরু করার পর প্রতিদিন শরীরের অবস্থা পর্যবেক্ষণ করব। যদি মনে হয় আমি ১০০ শতাংশ দিতে পারব এবং জাতীয় দলের জন্য কার্যকর হতে পারব, তাহলে সিদ্ধান্ত নেব। অবশ্যই আমি খুব উৎসুক, কারণ এটা বিশ্বকাপ। আমরা আগের বিশ্বকাপটা জিতেছি, আর মাঠে নেমে সেটা আবার রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সবসময় স্বপ্ন, বিশেষ করে এমন বড় প্রতিযোগিতায়।”

২০০৪ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় মেসির। সে বছর মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে লা লিগায় প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি, যা তাকে ক্লাবটির ইতিহাসে সেই সময়ের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় বানায়। ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে দল ছাড়তে হয় তাকে। এরপর তিনি যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইনে (পিএসজি)। দুই মৌসুম পর ২০২৩ সালে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন।

মায়ামিতে জীবন নিয়ে মেসি বলেন, “এখানে জীবনটা সত্যিই আমার ভালো লাগে। বার্সেলোনায় আমি অনেক সময় কাটিয়েছি- অসাধারণ শহর, যেখানে বড় হয়েছি, অসংখ্য সুন্দর মুহূর্ত কেটেছে, এখনো সেই জায়গাকে ভীষণ মিস করি। তবে মায়ামিও দারুণ একটি শহর, এখানে জীবন উপভোগ করা যায়, নির্ভার থাকা যায়, বাচ্চারাও স্বাধীনভাবে থাকতে পারে।”

ক্লাব পর্যায়ে অগণিত সাফল্যের পর জাতীয় দলের হয়ে মেসির বড় অর্জন আসে ২০২২ সালে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়। মেসি পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার- গোল্ডেন বল। ১৯৮৬ সালের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে মেসি এখন পর্যন্ত ১৯৫ ম্যাচে ১১৪ গোল করেছেন।
বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তকে জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ বলে উল্লেখ করে মেসি বলেন, “ওটা ছিল আমার জীবনের স্বপ্ন। সত্যি বলতে, এটিই ছিল পেশাদার জীবনে আমার একমাত্র অপূর্ণতা। বার্সেলোনার হয়ে আমি যা কিছু জিতেছি, জাতীয় দলেও সব কিছু অর্জন করতে চেয়েছিলাম। প্রতিটি ফুটবলারেরই তো সবচেয়ে বড় স্বপ্ন- বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: রাজশাহীতে এনসিপি নেতা সারজিস

কুড়িগ্রামে আগাম জাতের ধান চাষে লাভবান হচ্ছেন কৃষকরা,বাড়ছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

সায়মার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ

রাবি শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে ‘কটুক্তির’ অভিযোগ, রাকসুর প্রতিবাদ

পঞ্চগড়ে আহত মহাবিপন্ন বনরুই উদ্ধার

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মন্থা’, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার থাকবে ১৩ জন

ক্যাসিনো সম্রাটের অস্ত্র মামলায় রায় আজ

বাংলাদেশে কেমন প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’?

১০

ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মেসি

১১

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, একাধিক ভবনধস

১২

২৮ অক্টোবর: ইতিহাসের এইদিনে আলোচিত যত ঘটনা

১৩

আমরা ঘোষিত টাইমলাইনের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন চাই: জমিয়ত মহাসচিব 

১৪

বার্সেলোনাকে হারিয়ে ইয়ামালকে খোঁচা রিয়াল তারকার

১৫

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

১৬

কিভাবে তৈরি করা হয়! দই ফুলকপি

১৭

কুড়িগ্রামে কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

১৮

এআই এত কনফিউজড কেন?

১৯

লোকসংগীতকে গ্রাম থেকে শহরে এনে সর্বজনীন করে তোলেন আব্বাসউদ্দীন

২০