স্পোর্টস ডেস্ক 

দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ নিশ্চিত করতে পারত বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টাই হওয়া ম্যাচটি গড়ায় সুপার ওভারে। যেখানে পরাজিত হয় টাইগাররা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন ১-১ সমতায়, আর আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। যা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
প্রথম ম্যাচে ৭৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে নাটকীয় সুপার ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে প্রায় পুরো সময় নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ ২১৩ রানে ইনিংস শেষ করার পর ১৬৩ রানে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেট তুলে নেয় স্বাগতিকরা। তবু শেষ মুহূর্তে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ও শেষ ব্যাটার খ্যারি পিয়েরের দৃঢ়তায় ম্যাচ টাই হয়ে যায়।
সুপার ওভারে জয় পেয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ শিবির, তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আশাবাদী- এই হারের প্রভাব পড়বে না শেষ ম্যাচে। তিনি বলেন, “শেষ বলে যদি ক্যাচটা ধরতে পারতাম, ম্যাচটা আমাদের হতো। এখন আমরা পুরো মনোযোগ দিচ্ছি পরের ম্যাচে।”
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপও সতর্ক, তবে আশাবাদী, “দ্বিতীয় ম্যাচটা কঠিন ছিল, কিন্তু আমরা শিখেছি অনেক কিছু। আশা করি শেষ ম্যাচে সেটা কাজে লাগাতে পারব।”
পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ম্যাচে তাদের জয় ২৫টিতে, আর বাংলাদেশ জিতেছে ২২টিতে; দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে।
মন্তব্য করুন