বছরের শুরুতে আদালত প্রাঙ্গনে পরীমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। অভিনেত্রীর জামিনদারও হন তিনি। এরপর থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে ওঠেন সাদীকে নিয়ে। সামাজিক মাধ্যমে চলতে আলোচনা।
নয় মাস চলে গেলেও আলোচনা থামেনি। নেকের ধারণা হাঁটুর বয়সী সাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক পরীমণির। এবার সাদীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হন পরীমণি। সেখানেও উঠে আসে তরুণ গায়ক শেখ সাদীর প্রসঙ্গ। প্রেমের সম্পর্ক অস্বীকার করেন নায়িকা। হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।
এর আগে সাদীকে নিয়ে গুঞ্জন উঠলে পরীমণি বিরক্তি প্রকাশ করে লিখেছিলেন, ‘জীবনে কখনও কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে।’
অন্যদিকে সাদী বলেছিলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের।’
মন্তব্য করুন