দেশব্যাপী সুখ্যাতি রয়েছে দিনাজপুরের সাগর কলার। আর এই কলার বেচাকেনার জন্য দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় গড়ে উঠেছে বিশাল কলার বাজার, যা উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে ৮০ লাখ থেকে এক কোটি টাকার কলার বেচাকেনা হয়।
কৃষকরা বলছেন, এবার কলার দাম ভালো থাকায় তারা লাভবান হচ্ছেন। ফলে চাষে আগ্রহ বেড়েছে, বাড়ছে আবাদি জমির পরিমাণও। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছরে দিনাজপুর জেলায় প্রায় ১৫০ কোটি টাকার কলার লেনদেন হবে।
ভোরের আলো ফুটতেই দশমাইল হাটে চোখে পড়ে সারি সারি করে সাজানো কলার কাদি। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে পছন্দের কলা বেছে নিচ্ছেন। দরদাম চূড়ান্ত করে ট্রাকে বোঝাই করে পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে।
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই বাজারে সাগর, মালভোগ, সবরি ও চিনি চাম্পাসহ বিভিন্ন জাতের কলায় ভরে ওঠে চারপাশ। দেশব্যাপী সুখ্যাতি রয়েছে এখানকার সাগরকলার যা মান ও স্বাদে অনন্য।
ইজারাদার মিজানুর রহমান বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০টি ট্রাক কলা দেশের বিভিন্ন প্রান্তে যায়। বাজারটিতে দৈনিক ৮০ লাখ থেকে কোটি টাকার কলার বেচাকেনা হয়।
হাটে প্রতিদিনই দেখা যায় ব্যস্ততা সারি সারি ট্রাক লোডিংয়ে ব্যস্ত শ্রমিকদের ঘামঝরা পরিশ্রম। কেউ দড়ি বেঁধে কাদি গুনছেন, কেউ ট্রাকের ওপর থেকে দিচ্ছেন সংকেত। অন্যপাশে দরদাম নির্ধারণ সারাদিনই মুখর থাকে পুরো এলাকা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বছরে দিনাজপুর জেলায় ১ হাজার ৩৩৭ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ২০০ একর বেশি।
মন্তব্য করুন