কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল ফেলে মাছ ধরার সময় রহিম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার রতি (সোলাগাড়ি) মৌজার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যান রহিম উদ্দিন। টনি জাল ফেলার এক পর্যায়ে তিনি পা পিছলে নদীতে পড়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ রহিম উদ্দিনকে এলাকায় ভাকরা নামে সবাই চিনতেন। পেশায় তিনি নারিকেল গাছের ডাল পরিষ্কার করতেন। তবে অবসরে নদীতে জাল ফেলে মাছ ধরাই ছিল তার অভ্যাস।
ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এখনো এলাকাবাসী তিস্তার পানিতে খোঁজ চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন