রাজশাহীতে কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশে গালাগালি ও অশ্লীল স্লোগানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগরীর রেলগেট হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে রুয়েট শিক্ষার্থীদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুয়েট শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কারিগরি শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি করে আসছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে রুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে তারা কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশে অশ্লীল স্লোগান দেয় ও গালাগালি করে।
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, আমরা মেধার ভিত্তিতেই প্রতিযোগিতায় অংশ নিই। কোটা নিয়ে রুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে, কিন্তু আমাদের নিয়ে গালাগালি করার কোনো অধিকার নেই। এটা আমাদের সম্মানের ওপর আঘাত।
আরেক শিক্ষার্থী সুমি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী শিক্ষার্থী হিসেবে আমরা দ্বিগুণভাবে অপমানিত বোধ করেছি। যারা আমাদের ভবিষ্যতের প্রকৌশলী, তারাই যদি কটূক্তি করে, তাহলে সমাজে আমরা কোথায় দাঁড়াব?
শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, রুয়েট শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালাব।
এদিকে, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে নগরীর রেলগেট ও ভদ্রা মোড়ে যান চলাচল ব্যাহত হয়। অফিসগামী লোকজন ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
তবে হঠাৎ করেই বিক্ষোভের কারণে ভোগান্তির শিকার হয়েছেন অনেক পথচারী। সাহেব বাজারগামী যাত্রী কামাল উদ্দিন বলেন, হঠাৎ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিসে পৌঁছাতে দেরি হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি ন্যায্য হলে সরকারকেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। তবে তারা ঘোষণা দেন, রুয়েট শিক্ষার্থীরা প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
মন্তব্য করুন