ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ক্যাম্পাসে কোনোভাবেই বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র নিয়েও প্রবেশ করা যাবে না।। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্ত্র বহন করতে পারবেন। ৮ সেপ্টেম্বর সোমবার ডাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কোনো বৈধ অস্ত্র বহন করতে পারবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এর পূর্বে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত))বন্ধ থাকবে।।তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে। এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।
মন্তব্য করুন