গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে বাড়ির পেছনের জঙ্গল থেকে শনিবার মৃত আব্দুল মজিদ ওরফে বাদশা মুনশির স্ত্রী মমতাজ বেওয়া (৭০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মমতাজ বেওয়ার মেয়ে নুরিনা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।মায়ের ২৩ শতাংশ জমির লোভে এ হত্যার ঘটনা বলে বাদী মামলায় উল্লেখ করেছেন।
মামলায় মোট ৫ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে গ্রেফতার ৪ জনকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন—আব্দুর গফুর চৌধুরী (৫০) বড় ছেলে, নুর আলম চৌধুরী (৪০) মেজো ছেলে, রুহল আমিন সজীব চৌধুরী (২৮) ছোট ছেলে,সুমি আক্তার (৩০) নুর আলমের স্ত্রী ও নিহতের পুত্রবধূ
বাকি আসামি মুকুল চৌধুরী (৪৯), পিতা (মরহুম) আজাহার আলী—তাকে রংপুর থেকে সাদুল্লাপুর থানায় আনার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেনি। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে; প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হবে।”
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন, “৭ সেপ্টেম্বর নিহতের মেয়ে বাদী হয়ে দণ্ডবিধি ৩০২/২০১/৩৪ ধারায় পরিকল্পিতভাবে খুন ও লাশ গোপনের অভিযোগে মামলা করেছেন। মামলা নং-৯
মন্তব্য করুন