রাজারহাট অফিসার্সক্লাব আয়োজিত সাবেক উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় অফিসার্সক্লাবে বদলিজনিত বিদায়ী সংবর্ধনায় ইউএনও মো: আল ইমরানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: গোলাম রসুল রাখি,নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: রহমত আলী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা মো; এমদাদুল হক, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান সাবরেজিস্টার মো: রাশেদুজ্জামান,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম ব্যাপারী,ইউপি সদস্য হযরত আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নয়ন আলীসহ আরও অনেকে
মন্তব্য করুন