লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপের ১৩৭ বোতল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের কুলাঘাট চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক ও যাত্রী পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন