RCTV Logo রাজশাহী ব্যুরো
৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ন

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় রাবি ছাত্রের মৃত্যু, প্রশাসনের শোক

ছবি : সংগৃহীত

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইফতেখারুল ইসলাম ফামিন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে নগরীর বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

নিহত ইফতেখারুল (২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় রাবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফামিন এর মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা ফামিনের রুহের মাগফিরাত কামনা ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের সামনে একটি অটোরিকশা হঠাৎ লেন পরিবর্তন করে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইফতেখারুল রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সিফাত বলেন, ‘রাস্তা ফাঁকাই ছিল, মোটরসাইকেলের গতিও স্বাভাবিক ছিল। কিন্তু অটোরিকশাটি হঠাৎ করে কোনো সংকেত ছাড়াই মোড় ঘোরানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। ইফতেখারুল ছিটকে রিকশার ওপর দিয়ে দূরে গিয়ে পড়েন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় ১০-১৫ মিনিট ইফতেখারুল ঘটনাস্থলেই পড়ে ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অটোরিকশাচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ অটোরিকশাটি আটক করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই: রাবি উপাচার্য

জমি সংক্রান্ত বিরোধের জেরে গর্ভবতী নারীকে মারধর, গর্ভপাত

পাঠাগার বাঁচাতে কুড়িগ্রামে ১৯ সংগঠনের স্মারকলিপি

রাজারহাট উপজেলা সহকারী কমিশনারের বিদায়ী সংবর্ধনা   ‎

গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩ জন গ্রেফতার

মেসির বিদায়ের আগে কান্নায় আর্জেন্টাইন কোচ স্কালোনি

কুলাঘাট চেকপোস্টে বিজিবির অভিযানে ১৩৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় রাবি ছাত্রের মৃত্যু, প্রশাসনের শোক

গাইবান্ধায় প্লাস্টিক-পলিথিন বর্জন করে পরিবেশ রক্ষার আহ্বান

১০

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

১১

বিদায় নিতে প্রস্তুত মেসি

১২

২১ আগস্ট গ্রেনেড হামলার তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল

১৩

মওলানা ভাসানী সেতুতে  পুনরায় নতুন তার স্থাপন করা হলো

১৪

এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৫

‎বিরামপুরে পুকুরপাড় থেকে উদ্ধার পরিত্যক্ত গ্রেনেড

১৬

মরণব্যাধিতে আক্রান্ত নাগর রায়, বাঁচার জন্য প্রয়োজন সহায়তার

১৭

রাকসু নির্বাচন: ডোপ টেস্টের জন্য ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

১৮

‎নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে সবাইকে সজাগ থাকতে হবে- ডা. এজেডএম জাহিদ

১৯

উত্তরা ইপিজেডে শ্রমিক ও যৌথ বাহিনী সংঘর্ষের পর সব কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার

২০