গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরের তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর চুরি যাওয়া বিদ্যুতের ক্যাবল (ইলেকট্রিক তার) পুনরায় স্থাপন শুরু করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এ কাজে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, চায়নার নিযুক্ত ঠিকাদার, কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা আর কর্মচারীরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, মানুষের দুর্ভোগ দূর করতে – কোনো দেরি না করে পুনরায় ক্যাবল স্থাপনের জন্য কাজ শুরু করা হয়। ১০ থেকে ১২ জন লোক কাজ করছেন। আশা করছি যে আগামী রোববারের মধ্যে এ কাজ শেষ হবে। এটি সম্পন্ন হলে আবারও হারিয়ে যাওয়া নিজ সৌন্দর্য ফিরে পাবে মাওলানা ভাসানী সেতু।
উল্লেখ্য, গত ২০ আগস্ট এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঠিক তার পরের দিনই ব্রিজ পয়েন্ট থেকে ল্যাম্পপোস্টের তার চুরি হয়ে যায়। আলো না থাকায় রাতের বেলায় পুরো সেতুটি ঘুটঘুটে অন্ধকারে ছিল। এতে সেতুতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
ওমর ফারুক রনি
মন্তব্য করুন