জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনের জেলা শাখার দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সদর শাখার যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার নবাগত প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীবৃন্দ নবাগত সদর উপজেলা শাখার সকল সদস্যদের ফুলে দিয়ে বরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক , মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
বক্তরা কুড়িগ্রাম জেলায় এনসিপির কার্যক্রম দূর্বার গতিতে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য মাঠে-ময়দানে সংগঠনিক কাঠামো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গত ৩১ আগস্ট এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন সংগঠনটি।
এতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী, মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান, শাহাজাহান আলী সুমন কে যুগ্ম সমন্বয়কারী ও ২৬ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন, সাহানাজ পারভীন নামে তিনজন নারী সদস্য রয়েছে।
পরিচিত সভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন