দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড়ের পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের চরকা এলাকায় বন বিভাগের অদূরে পুকুরপাড়ের ধারে স্থানীয়দের নজরে আসে গ্রেনেডটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গ্রেনেডটিকে নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখে।
এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, উদ্ধার হওয়া গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে এটি নিস্ক্রিয় করবে।
স্থানীয় জামিরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে এলাকার কয়েকজন শিশু গ্রেনেডটি হাতে নিয়ে খেলছিল। আমি বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের নিষেধ করি। পরে শিশুরা সেটি ফেলে রেখে যায়। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল কর্ডন করে।
এ বিষয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকার বলেন, আমার মনে হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কার একটি গ্রেনেড। যুদ্ধকালীন সময়ে আমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছিল। তখন হয়তো এটি ফেলে রাখা হয়েছিল।
গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী এসে গ্রেনেডটি নিস্ক্রিয় না করা পর্যন্ত এটি কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।
মন্তব্য করুন