কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ নেয়।
পরে ঘোষপাড়ায এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি,যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন ১৭ বছর দলের নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো বিএনপি জনগণের দল তাই জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি,কোন ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না আমরা দলের নেতাকর্মী সহ ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ,প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন,সদর থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন।
মন্তব্য করুন