পঞ্চগড়ে মেঘমুক্ত আকাশ থাকায় দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার অপরুপ দৃশ্য
আজ সোমবার (১সেপ্টেম্বর ) পঞ্চগড় সদর সহ তেঁতুলিয়া উপজেলায় খালি চোখে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। সেপ্টেম্বরের শুরুতে ভ্রমণ পিপাসু মানুষের চোখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। অনেকের চোখে ও হৃদয়ের স্থান জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বাদ।
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও এর পরে এটি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ[৩] যার উচ্চতা ৩৬৩০ মিটার । এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্
যদিও সারা বছর তেঁতুলিয়া থেকে দেখার সৌভাগ্য হয় না। সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। তবে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তেঁতুলিয়া ডাকবাংলোর পিকনিক কর্নারের স্পষ্ট থেকে।পাশাপাশি মহানন্দা নদীর পার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমান পর্যটকরা।
স্থানীয় যুবক শুভ জানায়, আজ হঠাৎ কাঞ্চনজঙ্ঘা এভাবে উকি দিবে আমরা ভাবতে পারিনি। মূলত আকাশ পরিষ্কার থাকার কারণে প্রায় সময়ই কাঞ্চনজঙ্ঘা দেখা মিলে। তবে আজ একটু স্পষ্টভাবে দেখা মিলেছে।
সৌদি প্রবাসী জাকির বলেন, আমি অনেক দিন পর দেশে এসেছি। তেঁতুলিয়ায় বেড়াতে এসেছি তেঁতুলিয়ার অনেক দর্শনীয় স্থান, তেঁতুলিয়া ডাকবাংলো, রওশনপুর, আনন্দধারা, কাজী এন্ড কাজি টি স্টেট, বাংলাবান্ধা জিরো পয়েন্ট দেখার জন্য। আজ হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তা কল্পনা করিনি। এর আগে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য শুধু অনলাইনেই দেখেছি। নিজ চোখে দেখে খুব ভালো লাগছে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে পঞ্চগড়ের আকাশে গত কয়েকদিন মেঘাচ্ছন্ন হালকা ও মাঝারি বৃষ্টি থাকার ফলে আজ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন