আলোকিত লালমনিরহাট -আমাদের অঙ্গীকার এই শ্লোগানে লালমনিরহাটে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সাবেক প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আলোকিত লালমনিরহাট এর ব্যানারে এ সমাবেশে লালমনিরহাট জেলার উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা ও পরামর্শ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার সুশীল সমাজের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদি
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,লালমনিরহাট জেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। এখানকার মানুষের জীবন মানোন্নয়নে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও লালমনিরহাটে কোন উন্নয়ন করেনি বিগত স্বৈরাচারী সরকার।তাছাড়াও আলোকিত মানুষ গড়তে নানারকম সামাজিক অপরাধগুলো দমন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তবে গনতান্ত্রিক সরকার না হলে উন্নয়ন বিঘ্নিত হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
মন্তব্য করুন