গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির অসংখ্য নেতাকর্মীর ওপর জাতীয় পার্টি ও সরকারি প্রশাসনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট জেলা গণ অধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) বিকালে জেলা কালেক্টরেট মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিডিআর গেট রোড, জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে হয়ে মিশন মোড় চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিশন মোড়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম, এডভোকেট জাকিউল হাসান সিদ্দিকী রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি নাইমুল ইসলাম।
বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধর দাবী জানায় এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জড়িত প্রশাসনের শাস্তির দাবী ও জানায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন