ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম, সহ-সভাপতি রেজয়ান ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমন ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের লিলির মোড়, চারুবাবুর মোড় অতিক্রম করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মিছিলটি থানা মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
নেতারা অভিযোগ করেন, নূরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলন দমন করার ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
মন্তব্য করুন