বাজার স্থিতিশীল রাখতে বাইরে থেকে চাল আমদানীর অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, যারা আমদানীর জন্য আবেদন করেছিলেন, একটি কমিটি যাচাই-বাছাই করে তাদের অনুমতি দিয়েছে। এছাড়াও নতুন করে কেউ চাইলে আমদানীর আবেদন করতে পারবেন। ইতিমধ্যে চাল আমদানি শুরু হয়ে গেছে। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার তিনটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ আগস্ট থেকে ধান-চাল ক্রয় বন্ধ করা, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণ এবং বাইরে থেকে চাল আমদানীর অনুমতি প্রদান। এসব পদক্ষেপ গ্রহণের ফলে বাজারে চালের ওপর চাপ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার দুপুরে দিনাজপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি খাদ্যবান্ধব কর্মসূচী বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রংপুর বিভাগের কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর।
এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, “চাল শুধু মানুষই খায় না, গরু-ছাগলও খায়। গরু-ছাগল-হাঁস-মুরগি পালতে গেলেও চাল খাওয়াতে হয়। চালের বহুবিধ ব্যবহার রয়েছে। সুতরাং চাহিদা না থাকলে আমরা আমদানীর অনুমতি দিতাম না। আর যারা আমদানী করছেন তারা মুনাফা করতে পারবেন বলেই আমদানী করছেন।
মন্তব্য করুন