RCTV Logo বিনোদন ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

 শেখ হাসিনার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল: বাঁধন

ছবি : সংগৃহীত

 

ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীকে আক্রমণ করে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বিগত সরকারের অনুসারী। যা নজর এড়ায়নি অভিনেত্রীর।

আজ বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে সাইবার আক্রমণের প্রসঙ্গে টেনে একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে ঢালিউডে বেশ কয়েকজন অভিনয় শিল্পীকেও দেখা গেছে।

পোস্টের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘এই ছবিটা তখনই তোলা, যখন আমি তাঁকে (শেখ হাসিনা) বলেছিলাম উপস্থিত লোকেরা ভাবছে আমরা আলোচনা করে একই রঙের পোশাক পরেছি। এ কথা শুনে তিনি হেসেছিল। আমি এই হাসিটাকে ভালোবাসতাম। ওটা আসল বলে মনে হতো। সেদিন আমাদের একজনের মতোই মনে হয়েছিল।’

এরপর তিনি যোগ করেন, ‘তাঁর (শেখ হাসিনা) গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন। শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর সেই দেশেই ফিরে এসেছিলেন যে দেশ তাঁর সবকিছু কেড়ে নিয়েছিল। এই ধরনের সাহস খুব বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম ক্ষমতা একজন মানুষকে কীভাবে শয়তানে পরিণত করতে পারে।’

অভিনেত্রী বাঁধন আরও লিখেছেন, ‘এবার একটু মজার কথা— আমি যখন ওনার সঙ্গে হাসছিলাম সেটা এই না যে আমি পরেরবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি! আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি—সত্যি কথা বলি। আমি আমার দেশের মানুষের পাশে আছি। তাহলে আপনারা আমার পেছনে লেগে আছেন কেন? আমি জানি, আপনারা আর কখনও রাজনীতিতে ফিরতে পারবেন না। কিন্তু এখনও মানবিক আচরণ করার সুযোগ আছে।’

এখানেই শেষ না। কথার সূত্র ধরে তিনি বলেন, ‘যে দপ্তর ক্লিয়ারেন্স সার্টিফিকেট (ছাড়পত্র) নিয়ে কাজ করে, তাঁদের জিজ্ঞেস করেন ২০২৪ সালের নির্বাচনে তাঁরা আমাকে কী অফার করেছিল। এই পৃথিবীতে যেখানে অনেকেই অমানবিক হয়ে গেছে। সেখানে মানবিক থাকা কঠিন। তবুও চেষ্টা করা যায়। একজন সত্যিকারের নেতা হও। একজন মানুষ হও।’

সবশেষে তিনি লিখেছেন,’যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন ঠিক সেভাবেই তো এই দেশের নারীদের সঙ্গে আচরণ করেন। যান আপনারার জিতে গেছেন-অভিনন্দন! কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া, এখন আর কী করছেন? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যার চরিত্র সবচেয়ে খারাপ সেই-ই আপনাদের দল থেকে সংসদ সদস্য হবে। যদি কোনোদিন ক্ষমতায় আসেন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০০ কোটি টাকার রাশিয়ার হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

বাজার স্থিতিশীল রাখতে বাইরে থেকে চাল আমদানীর অনুমতি

৭৮ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা

‘প্রধান সমন্বয়কারী অযোগ্য’ দাবি করে ১৫ নেতার পদত্যাগ

ভিটামিন ‘কে’ কেন প্রয়োজন, মিলবে কোন খাবারে

পঞ্চগড়ে সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বিজিবি

লিটন-শান্তদের নিয়ে সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন

বিশ্ব মশা দিবস আজ

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার ষষ্ঠ দিনেও সাক্ষ্যগ্রহণ

 শেখ হাসিনার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল: বাঁধন

১০

আবারও বর্ষসেরা মোহাম্মদ সালাহ

১১

সাদুল্যাপুরের গুলি করা  যুবক গোলাপের  আদালতে আত্মসমর্পণ, পিস্তুল গুলি উদ্ধার। 

১২

 নারী আয়শা বেগম কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী 

১৩

‎তিস্তার বুকে স্বপ্নের ‘মওলানা ভাসানী’ সেতুর উদ্বোধন কাল

১৪

নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

‎নাগেশ্বরীতে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা ও চিকিৎসকের সংকট নিরসনে মানববন্ধন

১৬

বৌ রেখে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করার সময় পুলিশ হাতে আটক 

১৭

এমিলিয়ানো মার্টিনেজের ইন্টার মায়ামিতে যোগদানের গুঞ্জন

১৮

চা-পাতায় পচা রোগের আক্রমণে বাগানে স্বস্তিতে নেই চাষিরা

১৯

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় দেড়শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

২০