আজ দুপুরে শোবিজ অঙ্গনে চরম উত্তেজনা! জনপ্রিয় ওটিটি সিরিজ ‘স্কুল গ্যাং’ -এর অভিনেত্রী শায়লা সুলতানা সাথী ও আরোহী মিমের মধ্যে বাকবিতণ্ডার জেরে জুতা ছুড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। সম্প্রতি ‘স্কুল গ্যাং’ ওয়েব সিরিজের শুটিং সেটে এমনটাই ঘটেছে বলে নিশ্চিত হয়েছে দেশের একটি গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, শুটিং চলাকালীন হঠাৎ করেই অভিনেত্রী আরোহী মিম উত্তেজিত হয়ে সহকর্মী শায়লা সাথীর দিকে জুতা ছুঁড়ে মারেন। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘণ্টা শুটিং বন্ধ থাকে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় শুটি শুরু হয়।
জানা গেছে, পুরনো বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে আরোহী মিম নাকি কয়েক বছর আগে প্রোডাকশন বয়ের মাধ্যমে শায়লা সাথীকে হত্যা করার চেষ্টা করেছিলেন।
জুতা ছুঁড়ে মারার ঘটনাটি স্বীকার করে আরোহী মিম বলেন, ‘হ্যাঁ ঘটনাটি সত্য। শায়লা সাথী অনেকদিন ধরেই সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে হত্যা করার চেষ্টা করেছি। আসলে সাথী আমাকে পছন্দ করে না। সর্বশেষ এক বছর ধরে সাথী আমার পেছনে লেগে আছে। কারণ সে আমাকে নিয়ে জেলাস ফিল করে।
তিনি যোগ করেন, ‘আমাকে নিয়ে তার এত কী সমস্যা আমি জানি না! সে বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মধ্যে আমার সম্পর্কে বাজে জিনিস সৃষ্টি করছে।
এসব বিরক্তিকর-ভিত্তিহীন কথাবার্তার মধ্যে আমি নেই। শায়লা সাথীর কাছে এ বিষয়ে আমি জিজ্ঞাসা করি। সে কোন প্রমাণ দিতে পারেনি। তারপরও সে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে। শুটিং সেটে এ নিয়ে ঝামেলা হয়েছে। আমি তার গায়েও হাত তুলছি। আমার কন্ট্রোলের বাইরে গিয়ে এগুলো করতে হয়েছে।’
এদিকে শায়লা সাথীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বলে রাখা ভালো, পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে। এরই মধ্যে সাথী ও সজীবের বিরুদ্ধে মুখ খুলেছেন ইউটিউব চ্যানেল ‘প্র্যাঙ্ক কিং’ চ্যানেলটির একাধিক শিল্পী।
মন্তব্য করুন