প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের বর্তমান অধ্যায়ের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্ভেজালভাবে সম্পন্ন করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ ঘোষণা দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টা তার সহকর্মী উপদেষ্টাদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করতে হবে যেন আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এটি বর্তমান সরকারের প্রধান সংবিধানিক দায়িত্ব।”
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বীরত্বপূর্ণ আত্মত্যাগকারী শিক্ষিকা মেহরিন চৌধুরীর স্মরণে বিশেষ সম্মাননা প্রবর্তনের সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী তার নামে একটি জাতীয় পর্যায়ের পুরস্কার চালু করা হবে বলে বৈঠকে জানানো হয়।
মন্তব্য করুন