ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও ফসলি জমি তলিয়ে গিয়ে মানবেতর অবস্থায় পড়েন তিস্তা পাড়ের মানুষ। এসব দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাঁচ শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এসময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক, রাজপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশের মানুষ যখন কষ্টে থাকে, বিএনপি তখন তাদের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।
বন্যা ও তিস্তার পাড়ের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন তখনে বাস্তবায়িত যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোড়ালো দাবীও জানান তিনি।
মন্তব্য করুন